সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের সর্বশেষ তথ্য

আন্তর্জাতিক স্লাইড

জুন ১৭, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ণ

চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজের জন্য সৌদি আরব গেছেন ১৫ হাজার ৭২৫ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিল ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১২ হাজার ৩৩৯ জন।

হজের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছিল ৪২টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট ছিল।

এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে সার্ভিস সংখ্যা ৬ হাজার ৬৩২টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ৯০৭টি, মোট ইস্যুকৃত ভিসা ছিল ৫৫ দশমিক ৬২ শতাংশ। যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনায় হজযাত্রী ভিসা ৯৩ দশমিক ৯০ শতাংশ ও বেসরকারি ব‍্যবস্থাপনায় হজযাত্রী ভিসা ছিল ৫২ দশমিক ৭৬ শতাংশ।

দেশটির মক্কায় দুজন পুরুষ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এক নজরে হজের আরও কিছু কার্যক্রমঃ
• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই (চাঁদ দেখার ওপর)
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
• বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
• ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ০৩ জুলাই।
• হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।
• হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *