সেই হামলায় রুশ দূতাবাসের দুই কর্মীও প্রাণ হারিয়েছেন

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ৬, ২০২২ ৬:৪০ পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত রুশ দূতাবাসের আত্মঘাতী বোমা হামলায় নিহতের মধ্যে রুশ দূতাবাসের দুজন কর্মীও রয়েছেন বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

একটি সূত্র আরআইএ-নভোস্তি সংবাদ সংস্থাকে জানিয়েছে, দূতাবাসের একজন কর্মচারী লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে যাওয়ার সময়  বিস্ফোরণ ঘটে।

রয়টার্স এর আগে জানিয়েছে , কম্পাউন্ড গার্ডরা আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয় কয়েকটি সূত্র অবশ্য দাবি করছে, নিহতের সংখ্যা ২০ জন ছাড়িয়ে যাবে।  খবর রয়টার্সের।

আফগানিস্তানের রাজধানী কাবুলের সপ্তম জেলার দার-উল-আমান রোডে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পাশে আত্মাঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটেছে।

একজন কূটনীতিক রাশিয়ান ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করতে বাইরে এলে বিস্ফোরণটি ঘটে।

ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *