সেই দেশ দুটির প্রতি যে আহ্বান জানালেন পুতিন

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১৯, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের প্রতি চলমান সংঘাত কূটনীতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সংবাদমাধ্যম তাস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পুতিন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি সীমান্তে আরও উত্তেজনা রোধ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, তারা ‘কিরগিজ-তাজিক সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

পুতিন দুইপক্ষকেই যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণ, রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে পরিস্থিতি সমাধানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা ১৪ সেপ্টেম্বর বৃদ্ধি পায়। স্থানীয় সময় শুক্রবার সকালে সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৩০ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *