সাহিত্যে প্রতিফলিত হোক মজলুমের কন্ঠ স্বর। সাহিত্য হয়ে উঠুক জালিমের বিরুদ্ধে প্রতিবাদ…

শিল্প ও সংস্কৃতি

জুলাই ২৩, ২০২২ ১:২৫ অপরাহ্ণ

প্রাচ্য সাহিত্যসংঘের মাসিক সাহিত্যসভা ২২ জুলাই ২০২২ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় পাঁজিয়া ডিগ্রী কলেজ হল রুমে। এটি ছিল সাহিত্যসংঘের ৭৩-তম সাহিত্যসভা।

প্রাচ্যসংঘের সভাপতি মাহমুদুল করিম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, লেখক বেনজীন খান। অনুষ্ঠান উদ্বোধন করেন, পাঁজিয়া ৭নং ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব রুহুল আমিন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি নজরুল ইসলাম খান, পানি গবেষক হাশেম আলি ফকির ও অধ্যাপক কবি মুহম্মদশফি।

প্রাচ্যসংঘের ঘোষণা ও উদ্দেশ্য পাঠ করেন সংগঠনের তথ্য সম্পাদক নিত্যানন্দ পাল। চিন্তক আবুল হুসেনের জীবনীর উপর আলোচনা করেন, সংগঠনের সহ সভাপতি খবির উদ্দিন সুইট।

অনুষ্ঠান পরিচালনা করেন যথাক্রমে, কবি সাহিদুর রহমান, কবি জাহিদ আককাজ, কবি শাহানুর আলম উজ্জ্বল ও হাদিউজ্জামান হাদি।

সমুদয় সাহিত্যসভায় আলোচনা, গল্প, প্রবন্ধ ও কবিতা পাঠে অংশ নেন, নয়ন বিশ্বাস, মকবুল মাহফুজ, রিয়া সহ অন্যান্য।

মহা কবি মাইকেল মধুসুদন দত্তের ও বাংলার প্রথম নায়ক ধীরাজ ভট্টাচয্যর জন্মভুমি সংলগ্ন ছোট একটি গ্রাম পঁজিয়া। এখানে প্রতিটা ঘরে লেগে আছে সংস্কৃতির ছোঁয়া। তৎকালীন বহুকাল থেকেই সংস্কৃতির চর্চাটা যেন গৌরবের। বলা যায় সংস্কৃতির লীলা ভুমি এই ছোট্ট পাঁজিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *