শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন দিনেশ গুনাবর্ধনে

আন্তর্জাতিক স্লাইড

জুলাই ২১, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ

শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের অধীনে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদ নেতা ও পার্লামেন্ট সদস্য দিনেশ গুনাবর্ধনে। রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলংকা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) নেতা হলেন দিনেশ।

বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন।

এর আগে আজ দুপুরে শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। পার্লামেন্টে রনিলের নিজের দলের কোনো এমপি না থাকলেও এসএলপিপির এমপিরা তাকে সমর্থন দিয়েছেন। তবে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে রনিল দেশটির জনগণের কাছে অজনপ্রিয়।

১৩৪ ভোট পেয়ে রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পান ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস ফোর্সের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করলেন রনিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *