রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো তরল ডিটারজেন্ট!

রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো তরল ডিটারজেন্ট!

মজার খবর

জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলের জুসের পরিবর্তে তরল ডিটারজেন্ট পরিবেশনের অভিযোগ উঠেছে চীনের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে। এ ঘটনায় সাত গ্রাহককে হাসপাতালে নিয়ে গিয়ে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী গ্রাহকদের একজন সিস্টার উকং নামের এক নারী নিজ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁটিতে খাবার খেতে গিয়েছিলেন। একপর্যায়ে রেস্তোরাঁটির একজন খাবার পরিবেশক একটি বোতল নিয়ে আসেন। বোতলটিতে ফলের জুসের বদলে ছিল তরল ডিটারজেন্ট।

ভুক্তভোগী নারী এক ভিডিওতে দাবি করেছেন, ফলের জুস হিসেবে যে পানীয় তাদের টেবিলে পরিবেশন করা হয়েছিল, তার স্বাদ ছিল অদ্ভুত। জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়েছে বুঝতে পেরে সাতজনকেই একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাদের পাকস্থলী পরিষ্কার করা হয়।

রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার পরিবেশক এক নারীর ভুলে এমনটি হয়েছে। ওই নারীর চোখে সমস্যা রয়েছে।

পুলিশ বলছে, গ্রাহকদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা পরবর্তী সময়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *