রুশদের রুখতে ‘জরুরিভিত্তিতে যে অস্ত্র চায়’ ইউক্রেন

আন্তর্জাতিক

মে ৬, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ

ইউক্রেনের বাহিনীর প্রধান কমান্ডার জেনারেল ভেলারি ঝালুঝানই বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ক্রুস মিসাইল হামলা বাড়িয়ে দিয়েছে।

আর তাদের এ মিসাইল হামলা রুখতে এখন ইউক্রেনের মাল্টিপল লঞ্চ রকেট প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। এটিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন।

বৃহ্স্পতিবার যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট অব স্টাফ মার্ক মিলের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের জেনারেল ভেলারি ঝালুঝানই।

আর এ বৈঠকেই ইউক্রেনকে মাল্টিপল রকেট লঞ্চার প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছেন জেনারেল ভেলারি ঝালুঝানই।

এ ব্যাপারে তিনি মার্ক মিলেকে বলেন, রাশিয়া ক্রুস মিসাইল হামলা শুরু করেছে। এ কারণে আমাদের এম১৪২ এইচআইএমএআরএস (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) এবং এম২৭০ এমআলআরএস প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রতিরক্ষামূলক অস্ত্রগুলো দিয়ে রাশিয়ার ছোড়া ক্রুস মিসাইল আটকানো ও ধ্বংস করা যাবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। প্রথমে হালকা অস্ত্র দিলেও ধীরে ধীরে ইউক্রেনীয়দের ভারী অস্ত্রও দিচ্ছে জো বাইডেন প্রশাসন।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *