রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশজুড়ে

মার্চ ২১, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার

রামু অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রামু হাইস্কুল হাই স্কুল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজনীন সরওয়ার কাবেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

বিদ্যালয়ের শিক্ষক রাহমত উল্লাহর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতব্বর, বিদ্যালয়ের দাতা সদস্য ইউনুচ রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, পরিচালনা কমিটির সদস্য মোক্তার আলম হেলালী, গিয়াস উদ্দিন কোম্পানী, তানবির সরওয়ার রানা। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আকতার কামাল সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের মতো অভিভাবকদের মুখ্য ভুমিকা রাখতে হবে। ছেলে মেয়েদের তীক্ষ্ণ নজরদারির পাশাপাশি সন্তানদের পারিবারিক অনুশাসনের মধ্যে গড়ে তুলতে হবে। নানান অসঙ্গতির বিরুদ্ধে তাদের ভেতরে সচেতনতা সৃষ্টি করতে হবে। বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা তাদের মেধা বিকশিত করে ষ্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করবে। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *