যে ৪ রাশি থেকে নিরাপদ দূরত্বে থাকবেন

লাইফস্টাইল স্পেশাল

মে ২৮, ২০২২ ৯:০৬ পূর্বাহ্ণ

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। এগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এরমধ্যে চারটি রাশির জাতক জাতিকাদের খুবই বিপজ্জনক বলে ধরে নেওয়া হয়।

এর কারণ অবশ্য জোরাল। জ্যোতিষীরা বলছেন, ৪ টি রাশি আছে যে রাশির জাতক জাতিকারা প্রকৃতিগতভাবেই খুব উদ্ধত, রাগী এবং প্রতিযোগিতা মুখর হয়। চলুন জেনে নেই সেই রাশিগুলো সম্পর্কে।

মেষ: মেষ রাশির জাতক জাতিকারা এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন। মঙ্গল রাশি দ্বারা শাসিত হয়। এই রাশির জাতক জাতিকারা সবসময় নিজেদের সেরা ভাবে এবং সবাইকে সরাসরি চ্যালেঞ্জ করতে পছন্দ করে।

বৃষ: বৃষ রাশির জাতক জাতিকারা সব সময় নিজেকে সাফল্যের শিখরে দেখতে চায়। নিজের গুণগান নিজে করতেই খুব বেশি পছন্দ করে। এরা খুব রাগী হয় কিন্তু যে কোনো অবস্থায় স্থির থাকতে পারে। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যতক্ষণ না তারা পছন্দসই ফলাফল না পায়।

তুলা: এ রাশির জাতক জাতিকারা কোমল স্বভাবের হলেও ভীষণ ধূর্ত হয়ে থাকে। কোনো গুণ না থাকা সত্ত্বেও এরা সমাজে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করে। এদের মধ্যে প্রতিযোগিতার অনুভূতি সব সময় লক্ষ্য করা যায়।

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকাদের যতটা কঠোর মনে হয় আসলে তারা তেমন নয়। ঠিক তার উল্টো। অর্থাৎ তারা খুবই কোমল এবং সংবেদনশীল স্বভাবের হয়ে থাকে। প্লুটো দ্বারা শাসিত এরা নিজেকে ক্ষমতাশীল ব্যক্তিতে দেখতে পছন্দ করে। রেগে গেলে এরা খুবই ভয়ংকর হয়ে ওঠে।

সূত্র: আজ তাক বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *