মেসিকে নিয়ে নতুন তথ্য রোমানোর

মেসিকে নিয়ে নতুন তথ্য রোমানোর

খেলা

মে ১০, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে রেকর্ডমূল্যে চুক্তি সম্পন্ন করেছেন লিওনেল মেসি! সোমবার দুপুরে এমন তথ্য জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি। মূলত এরপর থেকেই বেশ আলোড়ন সৃষ্টি হয় মেসি ভক্তদের মনে।

তবে মেসির ক্লাব পরিবর্তন নিয়ে নতুন তথ্য দিয়েছেন ইতালিয়ান প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আর তাতেই মেসির নতুন ঠিকানা নিয়ে আবারো গুঞ্জন শুরু হয়েছে, তাহলে মৌসুম শেষে কোথায় যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ‘আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তিতে’ সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন মেসি। এরই মধ্যে চুক্তি হয়ে গেছে।’

যদিও মধ্যপ্রাচ্যের দেশটিতে মেসি কোন ক্লাবের হয়ে খেলবেন, তা উল্লেখ করা হয়নি। তবে সৌদির ক্লাব কিংবা পিএসজির তরফে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে মেসির নতুন ঠিকানা নিয়ে ভিন্ন খবরই দিলেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কোনো চুক্তি হয়নি। আর্জেন্টাইন মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি।

নিজের ফেসবুক পেইজে রোমানো লিখেছেন, ‘বার্সেলোনা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ঠিক রেখে মেসিকে দলে টানার উপায় খুঁজে বের করার দিকে জোর দিচ্ছে।’

এর আগে সোমবার রোমানোই জানিয়েছিলেন, ‘লিগ ওয়ানের চলতি মৌসুমে শিরোপা জিততে চান মেসি। এরপর তিনি প্যারিসে থাকবেন বা কোন দলে যাবেন সেই বিকল্প নিয়ে চিন্তা করবেন। গত মাসে আল হিলাল ৪০০ মিলিয়ন পাউন্ডে পিএসজি ফরোয়ার্ডকে চাইলেও বিষয়টি চূড়ান্ত হয়নি।’

রোমানো ছাড়াও ফরাসি সংবাদমাধ্যম লেকুইপেও একই কথা বলছে। তাদের দাবি, মৌখিক কথাবার্তা চললেও এখনো ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হননি মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *