মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদের আনসারের শুভেচ্ছা উপহার

মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদের আনসারের শুভেচ্ছা উপহার

দেশজুড়ে

এপ্রিল ১৭, ২০২৩ ১:৫৯ পূর্বাহ্ণ

তৌহিদ সাগর

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে (তৎকালীন বৈদ্যনাথ তলা) বাংলাদেশের প্রথম সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রবিবার (১৬ এপ্রিলি) মেহেরপুর জেলার মুজিবনগরে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর আনসার সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন আনসার-ভিডিপির খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে ১২ জন অকুতোভয় বীর আনসার সদস্যকে সম্মানিত করা হয়েছে। তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা।

মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদের আনসারের শুভেচ্ছা উপহার

১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন ১২ জন অকুতোভয় বীর আনসার সদস্য। তাদের মধ্যে বর্তমানে মো. আজিমুদ্দিন শেখ এবং মো. সিরাজ উদ্দিন জীবিত আছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যের সঙ্গে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে মেহেরপুরের জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের পক্ষ থেকে বীরপ্রতীক আনসার সদস্য শহীদ ওয়ালিউর রহমানের পরিবারসহ ১২ জন “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের জন্য নগদ ২৫,০০০ টাকা করে সর্বমোট নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকার শুভেচ্ছা উপহার প্রদান করেন।

মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদের আনসারের শুভেচ্ছা উপহার

এ সময় ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, চুয়াডাঙ্গার জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, ঝিনাইদহের জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান, মেহেরপুর সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, ১৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ জাহিদুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *