মাহমুদউল্লাহকে নিয়ে সুখবর দিলেন পাপন

মাহমুদউল্লাহকে নিয়ে সুখবর দিলেন পাপন

খেলা স্লাইড

মে ১৯, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ

আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এ লক্ষ্যে নানা পরিকল্পনা সাজাতে শুরু করেছে ক্রিকেটের পরাশক্তি দেশগুলো। আসন্ন বিশ্বকাপে সেরা ফল পেতে পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

ওয়ানডে বিশ্বকাপে সেরা পারফরম্যান্স বের করে আনতে ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিসিবি। বিশ্বকাপের সাড়ে চার মাস আগে টাইগারদের যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন অভিজ্ঞরাও। সে তালিকায় সবচেয়ে বড় নাম মাহমুদউল্লাহ।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এসময় তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাইম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে।’

পাপন বলেন, ‘কোন কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোন কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে মধ্যে তাহলে বলটা করবে কে। এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে আমি জানি না, আমার কথা বলছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *