মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

স্বাস্থ্য

মার্চ ৩১, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

মাগুরার শ্রীপুরে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ মার্চ, বৃহস্পতিবার বিকেলে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু হয়েছে ।

কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুস সবুর । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মেডিসিন কনসালটেন্ট ডাঃ জুলি চৌধুরী, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ সোহেল আশরাফ, সার্জারি কনসালটেন্ট ডাঃ ফেরদৌস রায়হান মেডিকেল অফিসার ডাঃআমিনুল ইসলাম শাওনসহ অন্যরা ।

প্রধান অতিথি ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান জানান, বৈকালিক স্বাস্থ্য সেবায় সেবাদানকারী চিকিৎসকগণ সরকার নির্ধারিত ফি গ্রহণ করবেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব বিষয়ের বিশেষজ্ঞ কনসালটেন্টের শূন্যপদ পূরণ করা হবে।

অনুষ্ঠানে চিকিৎসক, সাংবাদিকসহ সেবক-সেবিকাগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *