মাগুরায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১৯২টি বাইসাইকেল বিতরণ

মাগুরায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১৯২টি বাইসাইকেল বিতরণ

দেশজুড়ে

জুন ১০, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

শনিবার ১০ই জুন সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সদর উপজেলার আয়োজনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অর্থায়নে উন্নয়ন সহায়তার আওতায় ১৩টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১৯২টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ড, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানি দত্ত, উপ পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, আমরা যখন পড়াশোনা করেছি সময় মত বই পাওয়া যেত না, মার্চ-এপ্রিলে বই পাওয়া যেত তাও আবার কিনে নিতে হত স্কুলের বেতন দেয়া লাগত। এখন জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ করেন স্কুলে বেতন দেওয়া লাগে না বরং স্কুল থেকে উপবৃত্তি পাওয়া যায়। আগে হেরিক্যানের আলোয় ছাত্রছাত্রীরা পড়াশোনা করত এখন সবাই বিদ্যুৎ এর আলোয় পড়াশোনা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সবাইকে তার হাত শক্তিশালী করার জন্য আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *