মশা তাড়ানোর ৪ ঘরোয়া পদ্ধতি

মশা তাড়ানোর ৪ ঘরোয়া পদ্ধতি

লাইফস্টাইল

মে ২৯, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। বিশেষ করে ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বাড়িতে থাকা কিছু উপাদানের যুৎসই ব্যবহার করতে পারলেই মশা দূর হবে নিমেষে।

জেনে নিন কোন কোন উপাদানে দূর হবে মশা-

মশারির জাল লাগানো: বাড়িতে পুরনো মশারি থাকলে তা ফেলে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। বরং এই মশারিই কেটে কেটে জানালায় লাগিয়ে দিতে পারেন। এতে মশার উৎপাত থেকে অনেকটাই রেহাই পাবেন।

রসুন: কাঁচা রসুনের ঝাঁজের কথা আর নতুন করে বলার কিছু নেই। এই ঝাঁজেই মশা পালাতে বাধ্য হবে। কোনোকিছুতে কাজ না দিলে নিশ্চিন্তে কাঁচা রসুনের উপর ভরসা রাখা যায়।

এসেনশিয়াল তেল: নিমের তেলের মতোই এসেনশিয়াল তেল মশা তাড়ায় সহজে। এই ধরনের তেল তীব্র গন্ধেই মশা দূর হয়। পুদিনা, ল্যাভেন্ডার, ইউক্যালিপ্টাস বা লেমনগ্রাস থেকে এই তেল সহজেই ঘরোয়া উপায়ে তৈরি করা যায়।

নিমের তেল: নিমের তেল মশা দূর করতে দারুণ কাজ দেয়। নিম গাছের থেকে বার করা নির্যাস তেলটি একবার গায়ে মেখে নিলেই নিশ্চিন্ত। মশা আপনার ধারে কাছে ঘেঁষতেও ভয় পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *