বেলগোরোদে অনুপ্রবেশকারীদের পরাজিত করা হয়েছে: রাশিয়া

বেলগোরোদে অনুপ্রবেশকারীদের পরাজিত করা হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক স্লাইড

মে ২৪, ২০২৩ ৮:১৯ পূর্বাহ্ণ

বেলগোরোদে হামলা চালানোর জন্য ইউক্রেন থেকে সীমানা পাড়ি দিয়ে রাশিয়ায় ঢুকে পড়া সশস্ত্র যোদ্ধাদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

অবিরাম গোলা হামলার কারণে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, ৭০ হামলাকারী নিহত হয়েছে। জোর দিয়ে রাশিয়া বলেছে, এই যোদ্ধারা ইউক্রেইনীয়।খবর রয়টার্সের।

তবে কিয়েভ বলেছে, তারা এই অনুপ্রবেশের ঘটনায় জড়িত নয় এবং দুটো রুশ আধাসামরিক বাহিনী বলেছে, এর পেছনে আছে তারা।

১৫ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর মস্কো বেলগোরোদে সন্ত্রাস-বিরোধী অভিযান ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি ইউনিট রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

সোমবার বেলগোরোদের গ্রাভোরোনোস্কি জেলা এবং কোজিঙ্কা চেকপয়েন্টে প্রচণ্ড গোলা হামলার জন্য এই জাতীয়তাবাদী গোষ্ঠীই দায়ী বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ৭০ ‘ইউক্রেনীয় সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং বাদবাকী যোদ্ধাদের আবার ইউক্রেন সীমান্তে পিছু হটিয়ে দেওয়া হয়েছে।

তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এ ঘটনার নেপথ্যে যারা আছে তারা লিবার্টি অব রাশিয়া লেজিয়ন এবং রাশিয়ান ভলেন্টিয়ার কোর (আরভিসি) থেকে এসেছে।

‘দ্য লিবার্টি অব রাশিয়া লেজিয়ন’-ইউক্রেইন ভিত্তিক একটি রুশ মিলিশিয়া গোষ্ঠী; যারা রাশিয়ার ভেতরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে কাজ করছে। সোমবার এক টুইটে গোষ্ঠীটি বলেছে, তারা সীমান্তশহর কোজিঙ্কা পুরোপুরি দখল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *