বিশ্বকাপ ট্রফি ছেড়ে গেল ঢাকা

খেলা

জুন ১১, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপের ট্রফি দুই দিন বাংলাদেশে প্রদর্শনের পর শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ পূর্ব তিমুরের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

কোকাকোলার চার্টার্ড বিমানে ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে,  বুধবার সকাল সোয়া ১১টার পর বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল।

বুধবার রাতে হোটেল র‌্যাডিসনে নৈশভোজে দেশের বিশিষ্ট ব্যক্তিরা ট্রফি দেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে হোটেল র‌্যাডিসনে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ৩ হাজারের বেশি আমন্ত্রিত ব্যক্তি।

এরপর ট্রফি নেয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। বৃষ্টির জন্য কনসার্ট শুরু হতে কিছুটা বিলম্ব হলেও ট্রফি নিয়ে আসা ফিফা লিজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বু দর্শকদের জন্য ট্রফি উন্মোচন করেন। কনসার্ট থেকে ট্রফি গতকাল রাত এবং আজ সারাদিন হোটেল র‌্যাডিসনেই ছিল।

বাংলাদেশে এ নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের ট্রফি আসল। ২০০১ সালে প্রথম বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এরপর ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু বাংলাদেশে আসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *