বিদ্যুৎ পরিস্থিতি ২ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

বিদ্যুৎ পরিস্থিতি ২ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

জাতীয় স্লাইড

জুন ১০, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। সরকার বিদ্যুৎ নিয়ে কাজ করছে।

শনিবার সুনামগঞ্জের শহিদ বীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে ‘হাওরে আগাম বন্যারোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আসছে। কয়লাও জাহাজে আছে, মোংলা বন্দরে জাহাজ ভিড়ছে।

তিনি আরো বলেন, আমাদের বিলাসী কার্যক্রম থেকে দূরে থাকতে হবে। যেসব রাজনৈতিক কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেগুলো বন্ধ রাখতে হবে। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *