ফুটবল খেলাকে কেন্দ্র করে জাবির মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

ইত্যাদি

ডিসেম্বর ৭, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

জাবি প্রতিনিধি

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই হলের শিক্ষার্থীরা রড, লাঠিসোটা, রাম দা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ইটপাটকেল ছুঁড়তে থাকেন শিক্ষার্থীরা। এতে ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে হল দুটি পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নূরুল আলম সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এটি কোনো রাজনৈতিক সমস্যা নয়।

জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উপাচার্য বলেন, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। পরিস্থিতি এখনও উত্তপ্ত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চ্যান্সেলর কাপ ফুটবলের ম্যাচে মুখোমুখি হয় মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হল। খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্তে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।

সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর খেলা বাদ রেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের হলের দিকে ফিরে আসে। তবে দুই হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে মুখোমুখি অবস্থান নেয়। বটতলায় সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান ডা. শামছুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় ৩০ জনের মত শিক্ষার্থী আহত হয়েছেন। যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *