প্রেমিকার সন্ধান দেবে চ্যাটজিপিটি!

প্রেমিকার সন্ধান দেবে চ্যাটজিপিটি!

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

মার্চ ১৮, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি যেন সর্বেসর্বা! এই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থা তাদের ব্যবহারকারীদের নিত্যনতুন সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে জনপ্রিয় এক ডেটিং অ্যাপ সংস্থা।

ওই সংস্থার প্রাক্তন একদল কর্মীর দাবি, তারা এমন একটি এআই চ্যাটবট তৈরি করে ফেলেছেন, যেটি কিনা ডেটিং অ্যাপ ব্যবহারকারীর হয়ে কথা বলে যোগ্য সঙ্গীর খোঁজ করে দেবে। শুধু তা-ই নয়, কথা হলে যোগ্য মনে হলে কোন দিন দেখা করা যেতে পারে, তার সম্ভাব্য দিনক্ষণও ঠিক করে দেবে।

ওই ডেটিং অ্যাপ সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ‘কিউপিডবট’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তাদের যোগ্য সঙ্গী খুঁজে দেবে। উলটো দিকে যিনি আছেন, তার সঙ্গে দেখা করার দিন ও সময় ঠিক করে তবেই জানানো হবে।

সমাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই এ বিষয়ে উড়ে এসেছে নানা রকমের মন্তব্য। কেউ বলছেন, “এ জাতীয় প্রযুক্তি টাকাপয়সা হাতানোর ফাঁদ ছাড়া আর কিছুই নয়।” আবার কেউ বলছেন, “মনের মানুষ খুঁজতে মন ছাড়া আর সব কিছুই আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *