নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র সহ ৫ জন গ্রেফতার

দেশজুড়ে

জানুয়ারি ৩১, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কের আতঙ্ক মোটরসাইকেল গ্যাং এর ০৫ সদস্যকে ০২টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ও একটি মোটর সাইকেল উদ্ধার করেন পুলিশ।

উল্লেখ্য এক ব্যবসায়ী ব্যবসা সুবাদে চাঁদপুর জেলায় মেলা শেষ করিয়া ১টি পিকআপ ও ১টি মোটরসাইকেল যোগে গত ৮জানুয়ারি রাতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাণিজ্য মেলায় অংশগ্রহনের লক্ষ্যে রওয়ানা করিয়া চাটখিল টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পূর্ব পাশে পৌছা মাত্র অজ্ঞাতনামা কতিপয় মোটর সাইকেল যোগে এসে তাদের পিকআপ ও মোটরসাইকেলকে গতিরোধ করিয়া পিকআপের গ্লাস ভাংচুর করে, কর্মচারী আব্দুল্লাহকে কিরিচ দ্বারা কোপ মারে।

তথায় অজ্ঞাতনামা আসামীরা বাদী সাইদুল গাজীর সাথে ব্যবসার ৪লক্ষ টাকা এবং কর্মচারী আবদুল্লাহ নিকট থাকা ১৫ হাজার টাকা দামের ১টি সাওমি মোবাইল ও পকেটে থাকা ৫ হাজার টাকা এবং ১টি মোটরসাইকেল যাহার মূল্য ১লক্ষ টাকা এবং পিকআপের ড্রাইভার সাগর হোসেন বাদশার কাছে থাকা ১০টাকা ছিনাইয়া নিয়ে যায়।

১০ জানুয়ারি একটি মামলা হয় উক্ত মামলা তদন্তকালে জানতে পারে একটি চক্র চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে দীর্ঘদিন যাবৎ রাতের বেলা নির্জন স্থানে পথচারী মোটর সাইকেল আরোহীদের আক্রমন করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী এমনকি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে থাকে।
তাদের এরকম কর্মকান্ডে ইতোমধ্যে সাধারণ জনগণের মধ্যে উদ্ধেগ ও আতংক ছড়িয়ে পড়ে।
এরেই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ সুপার এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় বেগমগঞ্জ সার্কেল, নাজমুল হাসান রাজিব, এর নেতৃত্বে সোনাইমুড়ী ও চাটখিল থানার পুলিশের একটি টিম কাজ শুরু করে। বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চাটখিল পৌর এলাকাধীন কিছু যুবক এই ঘটনায় জড়িত। পরবর্তীতে নিবিড় তদন্তে জানা যায় ছয়ানী টবগার চিহ্নিত অপরাধীদের নেতৃত্বে এই ছিনতাই ঘটনা ঘংঘটিত হচ্ছে। এরা ৬ থেকে ১২ জনের দলবদ্ধ হয়ে মোটর সাইকেল নিয়ে বিভিন্ন রাস্তায় অবস্থান করে এবং সময় সুযোগ পেলে নির্জন স্থানে একাকী মোটর সাইকেল চালকদের পথরোধ করে সর্বোচ্চ লুটে নেয়।

এরই ধারাবাহিকতায় ৫জন সদস্যকে কক্সবাজার সি-বীচে একটি হোটেল থেকে ২৯ জানুয়ারি রবিবার তাদেরকে আটক করতে সক্ষম হয়।
এই দলের নেতৃত্বে আছে মাসুম (পলাতক) বাদল ও রাকিব। এদের মধ্যে মাসুমের প্রধান কাজ ছিনতাই সংঘঠন ও চোরাই মোটর সাইকেল বিভিন্ন স্থানে বিক্রয় করা। অভিযানের খবর পেয়ে মাসুম সহ অন্যান্য সদস্যরা আত্মগোপনে চলে যায়।

গ্রেফতারকৃত আসামী ১। বাদল হোসেন (২৫) পিতা- বাবলু, গ্রাম ছয়ানী টবগা, ২। রাকিব হোসেন রানা (২৪), পিতা- নুর নবী সেলিম,গ্রাম ছয়ানী টবগা,
৩। শাহ ইমরান হোসেন শান্ত (২০), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম লিপাড়া, সর্বথানা চাটখিল।
৪। আহসান হাবিব (২০), পিতা- মৃত সোলেমান বানু, মাইজদী হাউজিং, সুধারাম, নোয়াখালী,
৫। নাজমুল হাসান বিনয় (২২), পিতা- মাহাবুর আলম,আলানি নগর, বেগমগঞ্জ, নোয়াখালী।

এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরী লোহার হাতলযুক্ত পাইপগান যাহার মধ্যে স্প্রিং যুক্ত ফায়ারিং পিন আছে, ১টি ১২ বোরা কার্তুজ।
আসামিদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা প্রক্রিয়া দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *