দেশে রেকর্ড ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

জাতীয় স্লাইড

এপ্রিল ৮, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, এর আগে গত বছর ২৭ এপ্রিল সর্বোচ্চ ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফলে নতুন এ উৎপাদনের রেকর্ড হয়েছে। গত ২ এপ্রিল দিবাগত রাতে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপে গ্যাস উত্তোলন হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের অভাবে প্রায় ২৫-২৬টি বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ রাখা হয়। গ্যাস সংকট কমে আসায় এক সপ্তাহের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদনের এ রেকর্ডের তথ্য জানালো বিদ্যুৎ বিভাগ।

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৯ হাজার ৬২৬ মেগাওয়াট। গ্রাহক সংখ্যা ৪ কোটি ২১ লাখ। দেশে নির্মাণাধীন রয়েছে ১৩ হাজার ২১৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩৩টি বিদ্যুৎকেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *