তুরস্কে বোমা হামলায় ইরানের নিন্দা

তুরস্কে বোমা হামলায় ইরানের নিন্দা

আন্তর্জাতিক

নভেম্বর ১৪, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ

তুরস্কের বন্দরনগরী ইস্তানবুলের ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৮১ জন আহত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তুরস্কে বোমা হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানিতে তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, তুরস্কের জনগণ ও জাতীয় নিরাপত্তাকে লক্ষ্য করে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায় তেহরান। খবর ইরনার।

তিনি ওই হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ইস্তানবুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকাল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।

এলাকাটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনাগোনায় ভরপুর থাকে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয় এবং কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় এখন পর্যন্ত স্বীকার করেনি।

তবে বিস্ফোরণটি একটি বোমা হামলা ছিল বলে ইস্তানবুলের বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ওই হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি এ হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *