ঢাবি স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের ১৯৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজনীতি

নভেম্বর ১৫, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

মতিউর রহমান সরকার দুখু(ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আজ মঙ্গলবার দুপুর ২ টায় ঘোষণা করা হয়েছে। স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন সুপারিশকৃত ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত ১৯৩ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি ৪৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১৩ জন, সাংগঠনিক সম্পাদক ১৩ জন,প্রচার সম্পাদক ৫ জন, দপ্তর সম্পাদক ৫ জন, সহ-সম্পাদক ১৯ জন, সদস্য ১৫ জনসহ মোট ১৯৩ জনের কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

গত ০২ ফেব্রুয়ারি,২০২২ ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করা হয়। দীর্ঘ ৮ মাস পর আজ ১৫ নভেম্বর স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। সহ-সভাপতি হিসেবে মোঃ সাহারাত খান,বাপ্পি রায়হান, মেহেদী হাসান পলাশ, জাহিদুল ইসলাম আবির, মেহেদী হাসান মুন্না‌ প্রমুখ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসিফ ইকবাল নাহিদ, মোঃ রায়হান সরকার,মোঃ ইমরান সরকার ইমু,হাবিব খান প্রমুখ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জোবায়ের, মোঃ জুয়েল রানা, আনিসুর রহমান আনিস প্রমুখ রয়েছেন। এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে মির্জা নূর উন‌ নবী নূরসহ ৪ জন,দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সজল আলীসহ ৪ জন, গ্ৰন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজাসহ ৩ জন, পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন লালন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ জাওয়াদ আব্দুল্লা বারী, সংস্কৃতি সম্পাদক হিসেবে মোঃ মাজহারুল ইসলাম,নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে মুহী উদ্দিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে ওহিদুল ইসলাম আকাশ ও উপশিক্ষা ও পাঠচক্র উপসম্পাদক হিসেবে এস এম আবদুল্লাহ হাসান সৌরভসহ আরও অনেকে কমিটিতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *