ঢাকায় বৃষ্টি হবে কবে জানালো আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কবে জানালো আবহাওয়া অফিস

জাতীয় স্লাইড

এপ্রিল ১৮, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

বৈশাখের প্রথম দিন থেকে তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজধানীবাসী। প্রচণ্ড তাপে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা এখন। তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে রাজধানীবাসী এখনো বৃষ্টির প্রত্যাশায়।

এ অবস্থায় ঢাকায় বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অফিস। আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। ঐ দুদিন বৃষ্টি হলেও তা হবে সামান্য।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে বটে। তবে তাতে গরম কমবে না।

মঙ্গলবার সকাল সাতটায় আবহাওয়া অধিদফতর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *