টেস্ট অধিনায়ককে নিয়ে যা জানালেন পাপন

টেস্ট অধিনায়ককে নিয়ে যা জানালেন পাপন

খেলা

মে ২৭, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ

আগামী ১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে দেখা যাবে না টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। কেননা ইনজুরিতে ছয় সপ্তাহের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেছেন তিনি। এতে কপালে খানিকটা চিন্তার ভাজ পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আসন্ন টেস্ট সিরিজে কে হচ্ছেন টাইগারদের দলপতি, সেটি নিয়ে বেশ আলোচনা চলছে। তবে ক্রিকেট পাড়ার গুঞ্জন, টেস্টের সহ-অধিনায়ক লিটন দাসের মাথাতেই উঠতে যাচ্ছে দলপতির টুপি। অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি।

শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, লিটনই আফগানদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট দলের স্বীকৃত সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ প্রধান অতিথি ছিলেন পাপন।

সেখানে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন? সংবাদমাধ্যমকে এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসান (টেস্ট অধিনায়ক) চোটে থাকাতে সহ অধিনায়ক যে, সে হবে অধিনায়ক। লিটন দাস সহ-অধিনায়ক, আমিতো তা-ই জানি। অন্য কিছু এখনো শুনি নাই, না শুনলে কীভাবে বলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *