টাইগারদের ‘ভবিষ্যৎ’ কাণ্ডারিদের নাম বললেন পাপন

টাইগারদের ‘ভবিষ্যৎ’ কাণ্ডারিদের নাম বললেন পাপন

খেলা স্পেশাল

মে ২৭, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ

গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ছিল চোখে পড়ার মতো। দ্বি-পাক্ষিক সিরিজ থেকে বৈশ্বিক আসরেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টাইগারদের পঞ্চপাণ্ডব। লাল-সবুজের ইতিহাসে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালরা। তাদের ক্যারিয়ারের গোধূলি বেলাতে প্রশ্ন উঠছে আগামীতে বাংলাদেশকে পথ দেখাবেন কারা।

তবে টাইগার ক্রিকেটের আগামী দিনের কাণ্ডারিদের নাম জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার গুলশানে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) ১০ বছর পূর্তি অনুষ্ঠানে পাপন বলেন,‘পাইপলাইনে আমাদের কিছু তারকা আছে। সমস্যা হচ্ছে তুলনা করতে গেলে। আমি যদি সবচেয়ে সাধারণ নামগুলো বাদও দিই, মিরাজ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এরপর একে একে আরো কয়েকজনের নাম জানান পাপন। তিনি বলেছেন, ‘শান্তর কথা চিন্তা করেন। লিটন দাস। যতগুলো নামই বলব, সবাই সম্ভাবনাময়ী। হাসান মাহমুদ, তাসকিন তো আছেই। তবে এরা যে সবাই তারকা হয়ে গেছে তা না। কিন্তু তারা প্রক্রিয়ার মধ্যে আছে। ব্যক্তিগতভাবে মনে করি, আরো অনেক খেলোয়াড় আছে। তবে টি-২০ এর কথা ধরলে সাকিব ছাড়া কেউ নেই, পুরোনোদের মধ্যে। আমার ধারণা পরের বিশ্বকাপে এই দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতে পাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *