জোড়া দেওয়া অদ্ভূত ভবন

মজার খবর স্লাইড

আগস্ট ১৪, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ

নাম ‘বেইজিং-ওয়াশিংটন হাইব্রিড ভবন’। চীনের উত্তরে শি জিয়াঝুয়াং শহরে এটি অবস্থিত। দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন জোড়া দেওয়া হয়েছে। এই ভবনটির এক অংশ বেইজিংয়ের বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে তৈরি। পুরো ভবনটি চার তলার সমান উঁচু।

কেন এমন হলো? 
এ নিয়ে নানা মত আছে। কেউ বলেন এটি একটা সৃষ্টিশীল নিরীক্ষা। কারো মতে, এটি চীন-মার্কিন বন্ধুত্বের প্রতীক। এমন মন্তব্যও করা হয় যে এটি হচ্ছে দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি।

যদিও চীনে পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরির প্রমাণ মেলে।মিশরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ-এরকম অনেক হুবহু নকল তৈরি হয়েছে চীনের নানা শহরে। ‘বেইজিং-ওয়াশিংটন হাইব্রিড ভবন’তেমনই এক কৃর্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *