গর্জনিয়ায় যুবককে নারী কেলেঙ্কারীর মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত

গর্জনিয়ায় কলেজ পড়ুয়া যুবককে নারী কেলেঙ্কারীর মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ

এস এম হুমায়ুন কবির

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি আকস্মিক ভাবে গর্জনিয়া ইউনিয়নের আইয়ুবের কিশোরী কণ্যা রওশন আক্তার প্রকাশ রুপসী মনি (১৬) একই ওয়ার্ডের কামাল উদ্দিনের বাড়ীর উঠানে সদ্য কলেজ পড়ুয়া ছেলে আরিফকে বিয়ের দাবীতে অবস্থান নেন।

১৬ বছরের কিশোরী রওশন আক্তারের এমন কান্ডে কামাল উদ্দিন ও তার পরিবার হতবিহ্বল হয়ে উঠেন। স্হানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের দরবারে চক্রান্তকারীদের কবল থেকে রেহাই পাওয়ার আকুতি জানিয়ে অভিযোগ জানান কামাল উদ্দিনের পরিবার।

সাংবাদিকরা ঘটনা অনুসন্ধানে নামলে আইয়ুবের কিশোরী কণ্যার কুকর্মের ফিরিস্তি বেরিয়ে আসে। অনুসন্ধান কালে জানা যায়, আলোচিত মোঃ আইয়ুব কন্যা রূপসীর প্রেমিক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুনরবাসন পাড়ার আনোয়ার আলমের পুত্র বাপ্পি আলম।

এ প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে আলাপ হয় কিশোরী রূপসীর প্রেমিক বাপ্পী আলমের। বাপ্পি আলম জানান, প্রায় ৩/৪ মাস ধরে থোয়াঙ্গা কাটা এলাকার আইয়ুবের কণ্যা রুপসী আক্তারের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। গেল দেড়-দুই মাসে তাদের মধ্যে অনেকবার শারিরীক মিলন ঘটেছে। ফলে প্রেমিকা রূপসী গর্ভবর্তী হয়েছে বলেও দাবী করেন প্রেমিক বাপ্পি আলম।

প্রেমিক বাপ্পি আলম আরো জানান, তার সাথে রূপসী মনির প্রেমের পত্রিকা সম্পর্ক বিয়ে বন্ধনে আবদ্ধ হতে প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত। তবে কি কারণে বাপ্পি আলমের প্রেমিকা রওশন আক্তার থোয়াঙ্গা কাটা এলাকার কামাল উদ্দিনের পুত্র আরিফ কে বিয়ের দাবীতে বসতভিটায় অবস্থান নিয়েছে প্রশ্নের জবাবে বাপ্পি আলম বিষয়টি কে ষড়যন্ত্র হিসাবে মনে করেন।

কলেজ পড়ুয়া ছাত্র আরিফ জানান, পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্যে কিশোরী রওশন আক্তার কে দিয়ে চক্রান্ত করছে কতিপয় শত্রু পক্ষ।

কলেজ পড়ুয়া ছাত্র আরিফ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবী করে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক চক্রান্তকারীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।

বড়বিল গ্রামের আওয়ামীলীগ নেতা মুজিবুর জানান,রওশন আক্তার একটি নষ্ট মেয়ে হিসাবে এলাকায় সবাই জানেন।ইতোপূর্বে রওশন আক্তার বাইশারী ইউনিয়নের পুনরবাসন পাড়ার আনোয়ার আলমের পুত্র বাপ্পি আলমের বাড়ীতে ১৫ দিন অবস্হান করে আবার রওশন আক্তার পিতার বাড়ীতে ফিরে এসেছে। বর্তমানে থোয়াঙ্গা কাটা এলাকার কামাল উদ্দিনের ছেলে কলেজ পড়ুয়া আরিফের বাড়ির উঠুনে বিয়ের দাবীতে অবস্থান করছে।

আরিফের পিতা কামাল উদ্দিন জানান, শত্রু পক্ষ তার নিরপরাধ কলেজ পড়ুয়া ছেলে কে ফাঁসিয়ে দিতে তৎপর রয়েছে। বিষয়টি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি বরাবর অভিযোগ করেছেন বলেও জানান আরিফের হতভাগ্য পিতা কামাল উদ্দিন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা জানান, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে রওশন আক্তার প্রকাশ রুপশী মনির সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *