কুবিতে ‘কনসার্ট ফর জাস্টিস’

দেশজুড়ে

মার্চ ১৭, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে ‘কনসার্ট ফর জাস্টিস’ শিরোনামে কনসার্ট আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ে গোল চত্বরে এই কনসার্ট শুরু হয়।

উক্ত কনসার্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা গান ও কবিতা আবৃত্তি করেন।

কনসার্ট শেষে আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পালনে ব্যর্থ ,অদক্ষ্য, অযোগ্য প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানাকে এই ছাত্রসমাজ আজ এই প্রতিবাদের মঞ্চ থেকে আবাঞ্চিত ঘোষণা করল এবং সেই সাথে আগামী রোববার দুপুর বারোটার মধ্যে দায়িত্ব থেকে অব্যহতি না নিলে ছাসমাজ কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য থাকবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। সেই কর্মসূচি অনুযায়ী এই কনসার্ট তাদের সর্বশেষ কার্যক্রম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা নতুন কর্মসূচি ঘোষণা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *