কবে দেশের জার্সিতে নামছেন মেসি-রোনালদোরা?

কবে দেশের জার্সিতে নামছেন মেসি-রোনালদোরা?

খেলা

মার্চ ২২, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপ কারো স্বপ্নের মতো আবার কারো কাছে দুঃসপ্নের মতো। কাতার বিশ্বকাপ শেষে অনেকেই ক্লাব ফুটবলে ব্যস্ত সময় কাটিয়েছেন। প্রায় তিন মাস পর আবারো তারা আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন। নতুন বছরে দেশের জার্সিতে নতুন করে মাঠে নামছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোরা।

ইতোমধ্যে অনেকেই পৌঁছে গেছেন ম্যাচের ভেন্যুতেও। একইসঙ্গে নিত্য নতুন দায়িত্ব নিয়ে এবারের মাঠে দেখা যাবে তারকা-মহাতারকাদের। বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর ভরসা রেখেছে পর্তুগাল ফুটবল। একইসঙ্গে ফরাসিদের নেতৃত্বভার পেয়েছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে নেইমারকে ছাড়াই ব্রাজিল মাঠে নামবে।

চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা দল। আগামী ২৪ মার্চ ঘরের মাটিতে পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। পরের ম্যাচটি আগামী ২৮ মার্চ কিরাসাও এর বিপক্ষে। প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যেই আর্জেন্টিনায় গেছেন মেসিরা।

এদিকে, ইউরো কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবে রোনালদোর পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরও একবার জাতীয় দলের হয়ে রোনালদো খেলতে নামবেন। তার সঙ্গে কথা বলেই তাকে ইউরো কাপের দলে রেখেছেন পর্তুগিজ কোচ। মেসিদের একই সময়ে তাদেরও দু’টি ম্যাচ রয়েছে। আগামী ২৪ মার্চ লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে পর্তুগাল। তিনদিন পরই তারা লুক্সেমবার্গের মুখোমুখি হবে।

অন্যদিকে, ইনজুরিতে থাকা নেইমারকে ছাড়া বেশ আলোচিত একটি দল ঘোষণা করেছে ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ রামন মেনেজেস। দলে তরুণ ও সম্ভাবনাময়ী অনেক ফুটবলারকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। একইসঙ্গে বিশ্বকাপ স্কোয়াডের অনেক ফুটবলারকে দলে না রাখায় সমালোচনার মুখে পড়েছেন কোচ। ২৬ মার্চ তারা মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে।

এছাড়া ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়ার মতো দেশও খেলতে নামছে মার্চের শেষ সপ্তাহে। তাদের কার খেলা কখন সেটি এক নজরে জেনে নেওয়া যাক।

আগামী ২৪ মার্চ—

আর্জেন্টিনা বনাম পানামা (প্রীতি ম্যাচ)

ইতালি বনাম ইংল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

পর্তুগাল বনাম লিচেনস্টেইন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৫ মার্চ—

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

সুইডেন বনাম বেলজিয়াম (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৬ মার্চ—

মরক্কো বনাম ব্রাজিল (প্রীতি ম্যাচ)

স্পেন বনাম নরওয়ে (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ইংল্যান্ড বনাম ইউক্রেন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ক্রোয়েশিয়া বনাম ওয়েলস (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৭ মার্চ—

মাল্টা বনাম ইতালি (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

লুক্সেমবার্গ বনাম পর্তুগাল (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৮ মার্চ—

আর্জেন্টিনা বনাম কিরাসাও (প্রীতি ম্যাচ)

নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৯ মার্চ—

স্কটল্যান্ড বনাম স্পেন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

তুরস্ক বনাম ক্রোয়েশিয়া (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *