কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বিশ্ব বন দিবস পালিত

কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বিশ্ব বন দিবস পালিত

দেশজুড়ে

মার্চ ২১, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার

বিশ্ব বন দিবস-২০২৩ উপলক্ষে কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সভাপতি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম।

“সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন” প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ মার্চ সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক ডঃ প্রাণতোষ রায়, নেকম প্রকল্পের ডিপিডি ডঃ শফিকুর রহমান, বাকঁখালী বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান, চ্যানেল আই কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা সহ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ।

বন দিবস উপলক্ষে কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা ও দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নেতৃত্বে বিশাল র্যালী সড়কের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় কক্সবাজার উত্তর বন বিভাগ ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রেজ্ঞ অফিসার ও বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *