“এশিয়ার অন্যতম বৃহৎ সার কারখানা হচ্ছে ঘোড়াশালে”

“এশিয়ার অন্যতম বৃহৎ সার কারখানা হচ্ছে ঘোড়াশালে”

দেশজুড়ে স্লাইড

মার্চ ১৭, ২০২৩ ৮:০৬ পূর্বাহ্ণ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছন, দেশে সারের ঘাটতি নেই। সারের অভাব পূরণে নরসিংদীর ঘোড়াশালে ১০ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সার কারখানা গড়ে তোলা হচ্ছে। যা এশিয়ার মধ্যে একটি বৃহৎ সার কারখানা।

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় ও নোয়াদিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, কৃষক যেন সারাবছর সার পায় সে ব্যবস্থা করেছে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. এম এ রউফ সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, মনোহরদী উপজেলা একাডেমি সুপারভাইজার জলিল মিয়া, মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *