উন্মোচিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি, ব্যতিক্রম পেছনের দিকে

খেলা স্পেশাল

জুলাই ৯, ২০২২ ৯:২৭ পূর্বাহ্ণ

আসন্ন কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা। শুক্রবার ৮ জুলাই দেশটির ফুটবল ফেডারেশন টুইটারে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে।

আর্জেন্টিনা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে জার্সি পড়ে খেলেছিল তাদের নতুন জার্সিটা প্রায় একইরকম।

জার্সিটির সামনের ভাগে রয়েছে তিনটি আকাশী নীল স্টেপ। আর দুটি সাদা স্টেপ।

তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে পেছনের ভাগে। জার্সিটির পেছন দিকে সামনের মতো নীল রঙের তিনটি মোটা স্টেপ দেওয়ার বদলে রয়েছে দুটি স্টেপ। মাঝের মোটা আকাশী নীল স্টেপের বদলে অনেকটা আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে।

বরাবরের মতো এবারো আর্জেন্টিনার জার্সির স্পন্সর হলো এডিডাস। তাদের চিরচেনা তিনটি লম্বা কালো স্টেপ দেওয়া হয়েছে কাঁধের ওপর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও কাঁধের উপরিভাগ অংশে আড়াআড়ি তিনটি কালো স্টেপ ছিল।

এদিকে ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে বিশ্বকাপের নতুন আসর।

বিশ্বকাপে গ্রুপ সি-তে খেলবে আর্জেন্টিনা। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *