‘আমি জাদুকর নই’

‘আমি জাদুকর নই’

খেলা

মার্চ ৯, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের শক্তিশালী ক্রিকেটে ইংলিশদের সঙ্গে শোচনীয়ভাবে সিরিজ হেরেছে তামিমের দল। সেই স্মৃতি ভুলে আসন্ন টি-২০ সিরিজের দিকেই এখন সবার লক্ষ্য।

এর আগে ইংল্যান্ডের সঙ্গে টি-২০ বিশ্বকাপে একবার মুখোমুখি হলেও কখনো সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। এবার ঘরের মাঠে সে সুযোগ মিলেছে টাইগারদের। এরই মধ্যে চলতি সিরিজ নিয়ে নানা পরিকল্পনা আঁটতে শুরু করেছেন সাকিব-লিটনরা।

কিন্তু বাংলাদেশ শুরুটা রাঙাতে পারবে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব। আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’

বাংলাদেশ দলের পঞ্চপান্ডবখ্যাত সিনিয়র পাঁচ ক্রিকেটারের মধ্যে টি-২০ ফরম্যাটে টিকে আছেন কেবল সাকিব আল হাসান। এই ফরম্যাটে নেতৃত্বের ভারও তার কাঁধে। নতুন করে পুরনো দায়িত্বে ফিরে আসা কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য তাতে থোরাই কেয়ার। দলের ক্রিকেটাররা জুনিয়র নাকি সিনিয়র তাতে কিছু যায় আসে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি।

দলের টিম স্পিরিট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘স্পিরিট খুব ভালো। দলে সিনিয়র ক্রিকেটার নাকি জুনিয়র ক্রিকেটার কারা আছে, তাতে কিছু যায় আসে না।’

হাথুরুসিংহে বলেন, ‘আমি আজকেই শুধু টি-২০ দলটা দেখলাম। ২০২৪ বিশ্বকাপের আগে যাত্রাটা মাত্রই শুরু হলো। অনেক কাজ বাকী। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে তা দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *