অস্ট্রেলিয়ায় ধর্ষণ মামলায় লংকান ক্রিকেটারের বিচার শুরু

অস্ট্রেলিয়ায় ধর্ষণ মামলায় লংকান ক্রিকেটারের বিচার শুরু

খেলা

জুন ১০, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ

গত নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে শ্রীলংকা দলে ছিলেন দানুষ্কা গুনাথিলাকা। সেখানে গিয়ে এক ডেটিং অ্যাপের মধ্যে দিয়ে পরিচয় হয় এক অসি তরুণীর। তার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার পরেই লংকান এই ব্যাটারের নামে ধর্ষণ মামলা করেন ওই তরুণী। সেই ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়ার আদালত।

জানা যায়, পরিচয় হওয়ার পর ওই তরুনীর বাসায় যান গুনাথিলাকা। সেখানে গিয়ে বলপূর্বক যৌন হেনস্থাসহ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ফলে সেখানে তার নামে মামলা করেন ওই নারী।

ওই মামলার গুনাথিলাকার বিরুদ্ধে চারটি অভিযোগ উঠেছিল, তার তিনটিই অবশ্য এরই মধ্যে খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। গত মাসে এই অভিযোগগুলো খারিজ হয়েছে। এবার বাকি থাকা একটি অভিযোগ নিয়ে শুরু হয়েছে বিচার।

৩২ বছর বয়সী এই ব্যাটারে দেশের হয়ে ৮টি টেস্ট ম্যাচ, ৪৭টি ওয়ানডে এবং ৪৬ টি-২০ ম্যাচ খেলেছেন। গত বছর শ্রীলঙ্কা দল বিশ্বকাপ খেলে দেশে ফিরে এলেও তিনি দলের সঙ্গে ফিরতে পারেননি। কারণ তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *