অভিষেকেই রেকর্ড গড়লেন শচীনপুত্র অর্জুন

অভিষেকেই রেকর্ড গড়লেন শচীনপুত্র অর্জুন

খেলা

এপ্রিল ১৭, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। এ ম্যাচে বল হাতে চমক দেখাতে না পারলেও নিজের সাহসী মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি।

রোববার ওয়াংখেড়ে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় মুম্বাই। এদিন ঘরের মাঠে মুম্বাইয়ের জার্সিতে মাঠে নামেন অর্জুন। শচীন টেন্ডুলকার ব্যাটার হলেও অর্জুন টেন্ডুলকার মূলত হয়েছেন পেসার।

অভিষেক ম্যাচে টস হেরে ফিল্ডিং নেয়া মুম্বাই অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করান মুম্বাই অধিনায়ক সূর্যকুমার। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার মাত্র ৫ রান দেন। কোনো বাউন্ডারি হজম করেননি।

অভিষেক ম্যাচে মাঠে নামার আগে অর্জুনকে ক্যাপ পরিয়ে দেন মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ছেলের মতো এভাবে ক্যাপ পরেছিলেন শচীন টেন্ডুলকারও।

আইপিএলের প্রথম মৌসুম থেকে পাঁচ বছর অর্থাৎ ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলেছেন শচীন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলেও খেলছেন একই ফ্র্যাঞ্জাইজিতে।

এদিকে মাঠে নামার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন অর্জুন। আইপিএলে খেলা প্রথম পিতা-পুত্র শচীন ও অর্জুন। দুজনই আবার একই ফ্র্যাঞ্জাইজিতে। অবশ্য মুম্বাই শচীনপুত্রকে কিনেছিল ২০২১ সালেই। যদিও সেবার মাঠে নামা হয়নি অর্জুনের। এবারের নিলামেও মুম্বাই ইন্ডিয়ান্স অর্জুনকে কিনেছে ৩০ লাখ রুপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *