‘অদ্ভুত দুর্ঘটনা’র শিকার বেয়ারস্টো, বিশ্বকাপটাই শেষ তার

খেলা

সেপ্টেম্বর ৩, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরের ক্রিকেটার ডেভিডকে দলে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। আর দল ঘোষণার পর পরই  দুঃসংবাদটা এলো।

শুক্রবার গলফ খেলার সময় চোট পান দলের অন্যতম তারকা জনি বেয়ারস্টো।  দল থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের এ উইকেটরক্ষক।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বেয়ারস্টোর ছিটকে পড়ার খবর নিশ্চিত করে।

তারা জানায়, শুধু বিশ্বকাপই নয়; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টেও খেলা হবে না বেয়ারস্টোর।

বিবৃতিতে ইসিবি জানিয়েছে, লিডসে শুক্রবার গলফ খেলার সময় একটি অদ্ভুত দুর্ঘটনার মুখে পড়েন ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের ব্যাটার জোনাথন বেয়ারস্টো। তার শরীরের নিম্ন অঙ্গে বেশ শক্ত আঘাত লাগে। এতে  গ্রীষ্মের বাকি অংশ এবং আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। আগামী সপ্তাহে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন বেয়ারস্টো, যাতে চোটের বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

বিশ্বকাপের আগে এমন এক দুর্ঘটনা ঘটার কথা জনি বেয়ারস্টো ভাবতেই পারেননি।  একে ‘বিস্ময়কর দুর্ঘটনা’ বললে ভুল হবে না।

বেয়ারস্টোর বদলে বিশ্বকাপ স্কোয়াডে কাকে নেওয়া হবে তা এখনও ঘোষণা করেনি ইংলিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *