অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন

জাতীয় স্লাইড

মে ২৩, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকসহ (অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (২২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদের শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।

 রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার এসএম রফিকুল ইসলামকে সিআইডি সদর দফতরে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার রাহাত গাওহারীকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ হাবীনুর নবী আনিছুর রশিদকে ঢাকার এসবিতে, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগরীতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটনে, রংপুর মহানগরীর উপপুলিশ কমিশনার মো. আবু সাঈমকে পুলিশ সদর দফতরে, রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার ড. তানিয়অ আনসারীকে পুলিশ সদর দফতরে, ময়মনসিংহ রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীরকে চট্টগ্রাম মেট্রোপলিটনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *