মার্চ ২৫, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
বলি তারকাদের বিলাসবহুল গাড়ি-বাড়ি কেনার ঘটনা হরহামেশা ঘটতেই থাকে। তাদের আজকে নতুন বাড়ি আর কালকে নতুন গাড়ি কেনার খবর এখন আর নতুন কোনো বিষয় নয়। কমবেশি সব তারকাই দেশে দেশের বাইরে একের অধিক দামি ব্র্যান্ডের সব গাড়ি কালেকশনে রাখতে ভালোবাসেন। কিন্তু তারকা না হয়েও এবার তারকাদের মতো আচরণ করে এ তালিকায় যুক্ত হলেন বলিউডের স্টার কিড সঞ্জয় কাপুরের কন্যা সানায়া কাপুর!
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাত্র ২২ বছর বয়সী সানায়া কাপুর সম্প্রতি অডি কিউ৭ এসইউভি গাড়িটি কিনেছেন। যার দাম ৮০ লাখ রুপি। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ টাকার বেশি। শুধু তাই নয়, গাড়ির নম্বরপ্লেটেও আছে সানায়ার নাম। গাড়ির সামনে দাঁড়িয়ে সঞ্জয় কাপুর কন্যার পোজ দেওয়া ছবি এর মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।২০২২ সালে গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট বের হয়েছে। একটি প্রিমিয়াম প্লাস, যার দাম ৮০ লাখ রুপি এবং অপরটি টেকনোলজি ভার্শন ৮৮ লাখ রুপি। বলিপাড়ায় কয়েক বছর ধরে কানাঘুষা চলছিল সঞ্জয়কন্যা সানায়া কাপুরের অভিষেক নিয়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে গত বছরের মার্চে।
জানা যায়, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমার মধ্য দিয়ে সানায়া কাপুর বলিউডে অভিষেক করবেন। যেখানে তার বিপরীতে দেখা যাবে পিরজাদাকে। এর আগে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সানায়া কাপুর। এ ছাড়াও মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছে এই আপকামিং স্টার সানায়াকে। বলিউডে অভিষেকের আগেই ভক্ত-অনুরাগীর ভালোবাসায় সিক্ত সানায়া কাপুর।