মার্চ ১৮, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
দুর্দান্ত এক জয়েই সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ভারতের জামসেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে ভারতের ৭-০ গোলের জয়ে বুধবার শুরু হয়েছে তিন দেশের এই টুর্নামেন্ট। ভারতের কাছে ৭ গোল খাওয়া নেপালকে বাংলাদেশ কয়গোল দেয় সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত শামসুন্নাহার-আকলিমারা ৪-২ গোলের সহজ জয় পেয়েছে।
ম্যাচে লিড নিতে বেশি সময় নেয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মাত্র ৪৪ সেকেন্ডে নেপালের জালে বল জড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা। কর্নার কিক থেকে আফিদা হেডে প্রথম গোলটি করেন।
৩০ মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা ভলিতে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা এনেছিলেন নেপালের দিপা। ওই একবারই বাংলাদেশ বল কুড়িয়েছিল গোলপোস্ট থেকে। বাকি সময় এক তরফা খেলে সহজ জয় নিয়ে টুর্নামেন্ট সূচনা করে বাংলাদেশ।
৩৩ মিনিটে আকলিমার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় লাল-সবুজের মেয়েরা। দুই মিনিট পর ব্যবধান ৩-১ করেন ইতি খাতুন। ৪৩ মিনিটে শাহানা আক্তার রিপার গোলে ব্যবধান হয় ৪-১।
এরপর বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো ইনজুরি সময়ে নেপাল গোল করে ব্যবধান কমিয়ে ২-৪ করে। গোল করেন আমিশা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৯ মার্চ।