ম্যাচের মাঝেই ভেঙে পড়ল গ্যালারি। কেরালায় একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালীন অস্থায়ী একটি গ্যালারি দর্শকদের উপর ভেঙে পড়ে। গ্যালারিটি যে পোক্ত ছিল না সেটা ঘুণাক্ষরেও টের পাননি খেলা দেখতে আসা দর্শকরা।
এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২০০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে।
আহতদের সবাইকে তড়ঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রায় ১৫ জনকে মঞ্জরী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছে।
কেরালার স্থানীয় নিউজ পোর্টাল মাতৃভূমির খবর অনুযায়ী, এই ফুটবল ম্যাচটি কালিকাভুর পুঙ্গোদের এলপি স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল অল ইন্ডিয়া সেভেনস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
মালাপ্পুরম জেলার একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট এটি। প্রতি বছরই এই টুর্নামেন্ট দেখতে আসেন প্রচুর দর্শক। অনেক দূর থেকেও দর্শকরা ম্যাচ দেখতে আসেন। ভেঙে পড়া অস্থায়ী গ্যালারিতে তিন হাজারের বেশি মানুষ বসে খেলা দেখছিলেন বলে জানা গিয়েছে।
রাত ৯টার দিকে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। লোকাল ২ টি দলের মধ্যে ফাইনাল খেলা দেখতে এসেছিলেন দর্শকরা। ম্যাচ শুরু হতে না হতেই এই দুর্ঘটনা ঘটে। সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক বসেছিল বলে মনে করা হচ্ছে। ফাইনালে মাঠে দর্শক সংখ্যা প্রায় আট হাজার ছিল বলে জানা গিয়েছে।