পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নিজেদের হিমায়িত মজুতের পরিমাণ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ৩০০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এর একটি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার ওপর আরোপিত সবশেষ নিষেধাজ্ঞাগুলো দেশটির বৈদেশিক রিজার্ভের প্রায় অর্ধেক সোনা এবং মুদ্রা হিমায়িত করেছে।
রোববার (১৩ মার্চ) রাষ্ট্রীয় টিভি চ্যানেল রসিয়া-১ এর সঙ্গে একটি সাক্ষাতকারে অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেন, ‘আমাদের মোট বৈদেশিক রিজার্ভের পরিমাণ প্রায় ৬৪০ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৩০০ বিলিয়ন রিজার্ভ এখন এমন অবস্থায় রয়েছে যে আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না।’
রুশ অর্থমন্ত্রী আরও বলেন, পশ্চিমা মিত্ররা রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমিত করার জন্য চীনের ওপর চাপ দিচ্ছে, যাতে ক্রেমলিন চীনে থাকা রাশিয়ার জাতীয় রিজার্ভে প্রবেশ করতে না পারে।
সিলুয়ানভ বলেন, ‘কিন্তু আমি মনে করি যে চীনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব এবং এখন পর্যন্ত আমরা যে সহযোগিতা অর্জন করেছি, তা চীন বজায় রাখবে। এবং শুধুমাত্র তা বজায় রাখবে না, বরং পশ্চিমা বাজারগুলো বন্ধ থাকার মতো পরিস্থিতিতে, চীন তা বৃদ্ধি করবে।’
তিনি রাশিয়ার ঋণের বাধ্যবাধকতা সম্পর্কে পূর্ববর্তী বিবৃতি পুনর্ব্যক্ত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের বৈদেশিক মুদ্রার হিসাবগুলো অবরুদ্ধ থাকলে, দেশটি তার বাহ্যিক ঋণ রুবেলে পরিষেবা দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা মস্কোর ক্ষেত্রে একই কৌশল প্রয়োগ করেছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়াকে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ বানিয়েছে।