২১ এপ্রিল মুক্তি পাবে ‘টাইগার থ্রি’

বিনোদন স্পেশাল

মার্চ ৫, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

ঈদকে সামনে রেখে মুক্তি পাবে সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বলিউডে সালমান-ক্যাটরিনা জুটি মানেই বক্স অফিসে হিট। দুজনে একে একে উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। যার মধ্যে টাইগার সিরিজটি তাদের জনপ্রিয়তার শীর্ষে। আগের মুক্তি পাওয়া দুটি সিনেমাই বেশ বক্স অফিস কাঁপানো। আর তারই ধারাবাহিকতায় এবার এই জুটি আসছে ‘টাইগার থ্রি’ নিয়ে।

সালমান ভক্তরা ‘টাইগার থ্রি’ দেখার অপেক্ষায় থাকলেও করোনার কারণে এর শুটিং পিছিয়েছে বহু বার। এরপর কিছুদিন আবার ক্যাটরিনা ব্যস্ত ছিলেন তা এবং ভিকির বিয়ে নিয়ে। তবে মুক্তি কবে তার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার তারা প্রকাশ করলেন ‘টাইগার থ্রি’র রিলিজ এনাউন্সমেন্ট। তবে এনাউন্সমেন্ট এর ভিডিওতে সালমান ও ক্যাটরিনা দুইজনকেই দেখা গেছে ধুন্ধুমার একশন চরিত্রে। পূর্বের ছবি গুলোর ধারাবাহিকতা ধরে রেখে দুজনই আবারো হাজির হচ্ছেন বড় পর্দায় তারই যেন আভাস পাওয়া গেল এই ভিডিওতে।

ভিডিওতে দেখা যায় চাকু হাতে মারপিটে ব্যস্ত রাফ এন্ড টাফ ক্যাটরিনা, কিছুক্ষণ পর তা থামিয়ে এগিয়ে যান সালমান এর দিকে আর প্রশ্ন করেন রেডি? জবাবে সালমান বইলেন, ‘টাইগার সবসময়ই প্রস্তুত।’ এরপর ক্যাটরিনা সালমানের কাঁধে হেলান দিয়ে দাঁড়ালে সালমান বলেন, ‘আমরা আসছি। ছোট এই ভিডিও তেই আভাস পাওয়া যায় কতটা মারকুটে হতে যাচ্ছে তাদের এই সিনেমা। ভক্তরাও বেশ পছন্দ করেছে এই এনাউন্সমেন্ট। যা রীতিমত ভাইরাল সোশাল মিডিয়ায় ও।

‘টাইগার থ্রি’ সিনেমাটির শুটিং হয়েছে মুম্বাই, দিল্লি থেকে শুরু করে তুরস্ক, রাশিয়া ও অস্ট্রেলিয়ায়। তাছাড়া আগের ফ্রাঞ্চাইজি গুলো থেকেও এবারের তৃতীয় সিনেমাটি যশরাজ ফিল্মস বেশ বড় পরিসরে নির্মাণ করছে বলেও জানা গেছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে রয়েছেন মনীশ শর্মা। ২১ এপ্রিল ঈদ সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *