১০০৮ রানের লিড নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখাল ঝাড়খণ্ড

খেলা স্লাইড

মার্চ ১৮, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

ভারতের রঞ্জি ট্রফিতে হয়েছে সর্বোচ্চ রানের রেকর্ড। নাগাল্যান্ডের বিপক্ষে রেকর্ড লিড নিয়ে রঞ্জি ট্রফির শেষ চার নিশ্চিত করে ঝাড়খণ্ড। তবে ম্যাচটার মূল আকর্ষণ ছিল ঝাড়খণ্ডের লিড নেওয়াটা। নাগাল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯১ রানের লিড নেয় ঝাড়খণ্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও গড়েছে রানের পাহাড়, লিড নেয় ১০০৮ রানের। ফলে রঞ্জি ট্রফি তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসেই সর্বোচ্চ রানের লিড হয়ে দাঁড়ায় এটি।

কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে ঝাড়খণ্ড। ১৭ বছর বয়সি কুমার কুশাগ্রের ২৬৬, বিরাট সিং ও শাহবাজ নাদিমের সেঞ্চুরিতে ৮৮০ রান তোলে দলটি। জবাবে নাগাল্যান্ড অলআউট হয় মাত্র ২৮৯ রানে। ফলে প্রথম ইনিংসে ৫৯১ রানের লিড নেয় ঝাড়খণ্ড।

ফলো অনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নামে ঝাড়খণ্ড। কিন্তু রেকর্ডের ভাবনাও হয়তো উঁকিঝুঁকি মারছিল দলটিতে। তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান তোলে ঝাড়খণ্ড।

ঝাড়খণ্ড ও নাগাল্যান্ডের এই ম্যাচ জায়গা করে নিয়েছে ইতিহাসে। তিনটি ইনিংসে এই ম্যাচে ১৫৮৬ রান উঠেছে। এটিই রঞ্জির ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছে খুব বেশিদিন হয়নি। গেল ফেব্রুয়ারিতে বিহার-সিকিমের ম্যাচে উঠেছিল ১৩৬৭ রান। সেটিকে দুইয়ে ঠেলে দিয়েছে ঝাড়খণ্ড ও নাগাল্যান্ডের এই ম্যাচ।

এক ম্যাচে এক দলের সর্বোচ্চ রানের রেকর্ডটা একটুর জন্য ভাঙতে পারেনি এই ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে ঝাড়খণ্ড তুলেছে ১২৯৭ রান, যা এক ম্যাচে সামগ্রিক রানের বিচারে কোনো দলের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৯৪৮-৪৯ মৌসুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে তৎকালীন বম্বে ১৩৬৫ তুলেছিল। সেটিই এখনো আছে সবার ওপরে। পরের রেকর্ডটাও বম্বেরই। ১৯৯০-৯১ মৌসুমে হায়দরাবাদের বিরুদ্ধে দলটি ১৩০১ রান তুলেছিল।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের লিডের রেকর্ডটা ঠিকই নিজেদের করে নিয়েছে ঝাড়খণ্ড। ১০০৮ রানের লিড এর আগে কোনো দলই যে নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *