হেলসের পরিবর্তে ফিঞ্চ

খেলা

মার্চ ১৩, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের  অ্যালেক্স হেলসের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

জৈব-সুরক্ষা বলয়ে মানসিক ক্লান্তির কথা বিবেচনা করে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন হেলস। আইপিএল চলাকালীন পরিবারকে সময় দিতে চান ইংলিশ এই ওপেনার। আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামে দেড় কোটি রুপিতে হেলসকে দলে নিয়েছিলো কলকাতা।

তবে নিলামে কোন দল কিনেনি ফিঞ্চ। সর্বশেষ টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন ফিঞ্চ। নিলামে ফিঞ্চের ভিত্তিমূল্য ছিলো দেড় কোটি রুপি।

আইপিএলে এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলে ২০০৫ রান করেছেন ফিঞ্চ। ১৪টি হাফ-সেঞ্চুরিসহ তার স্ট্রাইক রেট ১২৭ দশমিক ৭০।

ইতোপুর্বে গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্সের হয়ে খেলেছেন ফিঞ্চ। এবারই প্রথম কোলকাতার হয়ে দেখা যাবে তাকে।

অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২৬৮৬ রান করেছেন ফিঞ্চ।

আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে দু’বারের চ্যাম্পিয়ন কোলকাতা। তবে আইপিএলের শুরুর দিকে ফিঞ্চকে পাবে না কোলকাতা। কারণ চলমান পাকিস্তান সফরে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন ফিঞ্চ।

পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ শেষ হবে ৫ এপ্রিল। এরপর কোলকাতা দলে যোগ দিবেন ফিঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *