হেরে গেলেন এভ্রিল!

বিনোদন স্পেশাল

মার্চ ১, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ

কীভাবে রাগ ঝাড়েন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জান্নাতুল নাঈম এভ্রিল? কোনো কাজ ঠিকঠাক মতো না করতে পারলে বয়ফ্রেন্ডের ওপর রাগ হয় তার? রাগের বশে এমন কী কাজ করে ফেলেছেন যার জন্য অনুতপ্ত তিনি? মিডিয়ার কে তার ওপর রেগে আছে? রাগী ছেলে পটানোর কী কৌশল অবলম্বন করেন তিনি?

সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালের’ ‘রাগারাগি’পর্বে।

এ ছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মোহাম্মদ হৃদয়। আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালের’ ‘রাগারাগি’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে ১ মার্চ রাত ১১টা ২৫ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *