সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:২০ পূর্বাহ্ণ
অদূর ভবিষ্যতে ইসরাইলকে হিজবুল্লাহর সঙ্গে ‘বড় আকারের সংঘর্ষের’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার একটি কৌশলগত আলোচনার সময় এ বিষয়ে নিরাপত্তা প্রধানদের তিনি সতর্ক করেছিলেন বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।
নেতানিয়াহু বলেছিলেন, দেশের উত্তরে এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করতে পারে।
সম্প্রচারমাধ্যম কান শনিবার জানিয়েছে, নেতানিয়াহু মনে করেন, লেবাননে সর্বাত্মক যুদ্ধ করা হলে সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর সামরিক চাপ বজায় রাখতে আইডিএফ-এর কোনও বেগ পেতে হবে না। তবে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ বিষয়ে নিশ্চিত নন।
চ্যানেল ১৩ এর খবরে বলা হয়, নেতানিয়াহু মনে করেন, হিজবুল্লাহর সঙ্গে একটি অনিবার্য সর্বাত্মক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে ইসরাইল। একটি কূটনৈতিক সমাধান যা লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে ইসরাইলের প্রায় প্রতিদিনের আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে পারতো, তা অধরাই রয়ে গেছে।
নেতানিয়াহুর এক সহযোগির বরাতে চ্যানেল ১৩ জানায়, প্রত্যাশিত সংঘর্ষের জন্য কোনও সময়রেখা নির্ধারণ করা হয়নি। অবশ্য এর আগে, শীর্ষ কর্মকর্তারা কয়েক মাস ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন, তখন থেকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সংঘর্ষ হতে পারে।
গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই সীমান্তে ইসরাইলি সম্প্রদায় ও সামরিক চৌকিতে হামলা করছে। গোষ্ঠীটির দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে গাজাবাসীর সমর্থনে এই হামলা করছে তারা। গাজায় যুদ্ধ বন্ধ হলেই কেবল সীমান্তের সংঘর্ষ বন্ধ হবে।