সোনার দাম আরো কমেছে

অর্থনীতি স্লাইড

মার্চ ২২, ২০২২ ২:০০ অপরাহ্ণ

আরেক দফা কমল সোনার দাম। পাঁচদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে ৭৭ হাজার ৯৯ টাকায় নেমেছে। মঙ্গলবার থেকে নতুন দর কার্য‌কর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

সোমাবার বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সব মানের স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট এক ভরির দাম পড়বে ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন এক ভরি সোনার দাম ধরা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

এর আগে, ১৬ মার্চ ভা‌লো মানের সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সে সময় ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ৭৮ হাজার ১৪৯ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫০ টাকা ক‌মি‌য়ে ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩২ টাকা ক‌মিয়ে প্রতি ভরির দাম ধরা হয় ৬৪ হাজার ৩৫ টাকা এবং এক ভরি সনাতন সোনার দাম ৭০০ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয় ৫৩ হাজার ৩৬৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *