অ্যাড. মাসুম মৃধা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে বিজয়ী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির।
এই নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী সাদা প্যানেলের আইনজীবীরা। এই প্যানেল থেকে দুজন সহসভাপতি এবং কার্যকরী সদস্য পদে তিনজন জয়ী হয়েছেন।
আর সাধারণ সম্পাদকসহ আট পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থী নীল প্যানেলের আইনজীবীরা। সাধারণ সম্পাদক পদে জিতেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি টানা তৃতীয়বারের মতো এই পদে বিজয়ী হলেন। এই প্যানেল কোষাধ্যক্ষসহ আরও সাতটি পদে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।